দুর্গাপুরের গোপালমাঠে রামকৃষ্ণ সেবাশ্রমে চুরি
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১২সেপ্টেম্বরঃ
দুর্গাপুরের গোপালমাঠের বনগ্রামে রামকৃষ্ণ সেবাশ্রমে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শনিবার সকালে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সব দেখে তফন্ত শুরু করেছে।
আশ্রমের সম্পাদক শ্যামাপদ ঘোষ জানান সকালে এলাকাবাসীদের কাছ থেকে তিনি ফোনে জানতে পারেন যে আশ্রমে চুরি হয়েছে। তিনি আশ্রমে পৌঁছে দেখেন পর পর দুটি তালা ভাঙ্গা। মন্দিরে ঢোকার দরজার তালা ভাঙ্গা। মন্দিরে ঢুকে দেখেন ভেতরে তান্ডব চালিয়েছে দুষ্কৃতিরা। ভাঙ্গা পরে আছে ক্যাশবাক্স, দুটি আলমারী খোলা পড়ে আছে। নগদ টাকা, কাঁসার বাসনপত্র, মাইকের মেশিন চুরি করে নিয়ে যায় দুষ্কৃতিরা। সব মিলিয়ে আনুমানিক পঁচিশ হাজার টাকার জিনিসপত্র ও নগদ চুরি গেছে।