পুরোনো কল্যাণেশ্বরী মন্দিরে চুরি
admin
December 28, 2024
আমার কথা, আসানসোল, ২৮ ডিসেম্বরঃ
আসানসোলের কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির অন্তর্গত সবনপুর সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে পুরোনো কল্যানেশ্বরী মন্দিরের দানপাত্র ভেঙে টাকা চুরির অভিযোগ। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য। মন্দিরের সেবায়ত দিলীপ দেওঘরিয়া জানিয়েছেন শনিবার সকালে মন্দিরে এসে দেখেন মন্দিরে গেটের তালা ভাঙ্গা ও দানপত্র থেকে টাকা উধাও। তিনি জানান আনুমানিক প্রায় লক্ষাধিকের উপর টাকা ছিলো দানপাত্রে। ঘটনাস্থলে কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে!