পানাগড় বাজারে মিষ্টির দোকানে চুরি
admin
February 26, 2021
আমার কথা, পশ্চিম বর্ধমান(পানাগড়), ২৬ফেব্রুয়ারীঃ
পানাগড় বাজারে জনবহুল এলাকায় মিষ্টির দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। শুক্রবার সকালে ওই দোকানের মালিক দোকান খুলতে সে দেখেন দোকানের তালা ভেঙে দোকানের ক্যাশ বাক্স ভেঙে নগদ প্রায় আট হাজার টাকা চুরি গেছে বলে জানান দোকান মালিক। কাঁকসা থানা্র পুলিশকে খবর দেওয়া হলে থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
এর আগেও পানাড় বাজারে একাধিকবার বিভিন্ন দোকানে চুরির ঘটনা ঘটে। শুক্রবার ফের চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ব্যবসায়ীদের মধ্যে।