কোলিয়ারীর গোডাউনে সিদ কেটে চুরি
আমার কথা, অন্ডাল, ১০ অক্টোবর:
কোলিয়ারির গোডাউনে ঘটলো চুরির ঘটনা। বেশ কিছু মূল্যবান জিনিস নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে জামবাদ কোলিয়ারির গোডাউনে।
ইসিএল এর কাজোরা এরিয়ার জামবাদ কোলিয়ারির স্টোর রুমে চুরির ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। মঙ্গলবার সকালে চুরির ঘটনাটি প্রকাশ্যে আসে। স্টোরের দেওয়ালে সিদ কেটে দুষ্কৃতীরা ভিতরে ঢুকে চুরি করে পালায় বলে জানান ইনচার্জ স্বরূপ কুমার পাল। এদিন সকাল আটটা সাড়ে আটটা নাগাদ ডিউটিতে এসে দেওয়ালে সিদ কাটার ঘটনাটি লক্ষ্য করেন বলে জানান তিনি। গোডাউনে কোলিয়ারির কাজে ব্যবহৃত নতুন ও পুরনো প্রচুর মূল্যবান যন্ত্র ও অন্যান্য জিনিস রাখা থাকে। বেশ কিছু জিনিস চুরি গেছে বলে দাবি করেন স্বরূপ বাবু। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও বনবহাল ফাঁড়ির পুলিশকে জানানো হয়। পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে যায়।