দুর্গাপুরের প্রাক্তন পুরপিতার বাড়িতে চুরি, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
আমার কথা, দুর্গাপুর, ১৬ নভেম্বরঃ
প্রয়াত প্রাক্তন পুরপিতার বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুরের বিজোনের ১২/৪৩ আইনস্টাইন অ্যাভিন্যুতে। ঘটনার তদন্তে নেমেছে দুর্গাপুর থানার পুলিশ। তবে গত কয়েকদিনে শহরে ক্রমশ বাড়তে থাকা চুরির ঘটনায় একদিকে যেমন আতঙ্কিত শহরবাসী, তেওনি নিরাপত্তা নিয়েও তুলছে প্রশ্ন।
দুর্গাপুর নগর নিগমের ৪নং ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা প্রয়াত স্বরূপ (পবিত্র) মুখার্জির স্ত্রী হৈমী মুখার্জি বাড়িতে তালা বন্ধ করে বাবার বাড়ি গিয়েছিলেন। এরপর আজ শনিবার সকাল ১০টা নাগাদ তিনি বাড়ি ফিরে ঘরে ঢুকে দেখেন ঘরের ভেতর রীতিমতো তান্ডব চালিয়েছে দুষ্কৃতিরা। আলমারি ভাঙ্গা, সমস্ত জিনিসপত্র ঘরে ছড়িয়ে ছিটিয়ে পরে রয়েছে। সন্দেহ হওয়ায় ভেতরে ঢুকে দেখেন কে বা কারা বাউন্ডারির লোহার দরজা ভেঙে ঘরের পেছনের দরজা ভেঙে লুটপাট চালিয়েছে। পাড়ায় দুটি বাড়ি পরে সিসিটিভি লাগানো রয়েছে। ঘটনাস্থলে পুলিশ আসে। ঘটনা প্রসঙ্গে পাড়া প্রতিবেশীরা জানান এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি তারা আতঙ্কিত। অভিযোগ জানানো হয়েছে নিউটন ফাঁড়িতে। লক্ষাধিক টাকার সোনা ও রুপোর অলংকার চুরি গেছে।
গৃহকর্তী হৈমী মুখার্জি বলেন, তিনি বাপের বাড়ি গিয়েছিলেন, বেশ কিছু দিন তালা বন্ধ ছিল বাড়ি। এর আগে ও তালা বন্ধ করে গেছেন, কিন্তু এই ধরনের ঘটনা ঘটেনি। এর মাঝে ১২ ই নভেম্বর ওনার ছেলে একবার এসেছিল।