দুর্গাপুর স্টিল টাউনশিপে সোনার দোকানে চুরি, ক্ষোভ এলাকাবাসীদের
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৬ফেব্রুয়ারীঃ
রাতের অন্ধকারে টিনের ছাদ কেটে গ্রিল কেটে লক্ষাধিকা টাকার সোনা রূপোর গয়না চুরি করে নিয়ে গেলো দুষ্কৃতিরা। দুঃসাহসিক এই চুরির ঘটনাটি ঘটেছে শিল্পাঞ্চল দুর্গাপুরের স্টিল টাউনশিপের এ জোনের সেকেন্ডারী রোডে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পরে ওই এলাকায়।
ওই সোনার দোকানের মালিক অসীম দে জানান আজ অর্থাৎ শুক্রবার সকালে অন্যদিনের মতোই দোকান খুলতে এসে দেখেন দোকানের ছাদ কেটে ভেতরে ঢোকে দুষ্কৃতির দল। ভেতরে ঢুকে দোকানের যাবতীয় গয়না ও নগদ নিয়ে গেছে চোরের দল। ঘটনায় ভেঙ্গে পড়েন অসীম বাবু। তিনি বলেন “অনেক কষ্টে দোকানটিকে দাঁড় করিয়েছিলাম, আর হয়ত ঘুরে দাঁড়াতে পারব না।”
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পোঁছোয় এ জোন ফাঁড়ির পুলিশ। পুরো বিষয় খতিয়ে দেখে পুলিশ তদন্তে নামলেও তাতে আস্থা রাখতে পারছেন না এলাকার ব্যবসায়ীরা। মাস দেড়েকের ব্যবধানে ইস্পাত নগরীতে বেশ কয়েকটি চুরির ঘটনায় এখনও কোনো কিনারা করতে পারেনি পুলিশ এমন অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় বেশ ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকার ব্যবসায়ীদের মধ্যে।