দুর্গাপুরে বাড়িতে তালা ভেঙ্গে চুরি
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৬ফেব্রুয়ারীঃ
একই দিনে দুর্গাপুর থানা এলাকায় পর পর কয়েকতি চুরি। স্টিল টাউনশিপের এ জোনের সেকেন্ডারী রোডে সোনার দোকানে যেমন চুরির ঘটনা ঘটে গতকাল রাতে তেমনই একই রাতে বেনাচিতির রাধাকৃষ্ণপল্লী এলাকায় একটি বাড়িতে দুই ভাইয়ের ঘরে চুরির ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা নিলয় সরকার ও তাঁর ভাইপো একই বাড়িতে পরিবার নিয়ে বসবাস করে। নিলয়বাবু জানান, আজ সকালে তিনি ঘুম থেকে উঠে দেখেন ঘরের সামনে তাঁর ব্যবসার কাজে ব্যবহৃত বাসনপত্রের বেশিরভাগই চুরি হয়ে গেছে। সাথে নিলয়বাবুর ভাইঝি ঝর্ণা সরকার জানান তাঁর ভাই পরিবারকে নিয়ে কলকাতায় গেছেন। তাদের ঘর ফাঁকাই ছিল। সেই সুযোগে নিলয়বাবুর ঘরে চুরির পাশাপাশি তাঁর ভাইপোর ঘরেও হাত সাফ করে চোরের দল। নগদ পাঁচ থেকে ছয় হাজার টাকা নগর টাকা ও কিছু সোনা ও রূপোর গয়না চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতিরা বলে জানান ঝর্ণাদেবী।
চুরির খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে সমস্ত কিছু খতিয়ে দেখে। নিলবাবুর পাশের বাড়ির প্রতিবেশীর বাড়িতে সিসিতিভি ক্যামেরা লাগানো আছে। তাঁর ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। সেই ফুটেজ খতিয়ে দেখা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। সাথে খুব তাড়াতাড়ি এই চুরির কিনারা হবে বলেও আস্বস্ত করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। তবে পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করলেও তাতে আস্থা রাখতে পারছেন না এলাকার মানুষ। মাস দেড়েকের ব্যাবধানে ইস্পাত নগরীতে বেশ কয়েকটি চুরির ঘটনায় এখনও কোনো কিনারা করতে পারেনি পুলিশ এমন অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা।গোটা ঘটনায় এখন উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।