অন্ডালে এক রাতে একাধিক দোকানে চুরি
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ২৯ মার্চঃ
অন্ডাল থানার পরাসকোল এলাকায় এক রাতে একাধিক দোকানে চুরির ঘটনা ঘটে, যা নিয়ে এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে পরাসকোল কোলিয়ারি এলাকায় ৫/৬ টি দোকানে চুরির ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় ভিড় জমান স্থানীয়রা। নগদ টাকা না পেলে দোকান গুলি থেকে বেশকিছু সামগ্রী চুরি গেছে বলে দাবি করেন দোকানদা মালিকেরা। অ্যাডবেস্টসের ছাদ ভেঙ্গে দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে বলে জানান তারা। খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে যায় পুলিশ। তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।