কাঁকসায় স্কুলে চুরি, তদন্তে পুলিশ
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৪ডিসেম্বরঃ
একেই করোনার কারনে দীর্ঘদিন ধরে বন্ধ স্কুল, তার উপর সেভাবে স্কুলে নেই পাহারার ব্যবস্থা। সেই সুযোগকে কাজে লাগিয়ে স্কুলের তালা ভেঙ্গে তান্ডব চালানো দুষ্কৃতিরা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কাঁকসার বনকাটি পঞ্চায়েত এলাকায়।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, কাঁকসা থানার অন্তর্গত অযোধ্যা উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার সকালে মিড ডে মিলের চালের বস্তা রাখতে এসে কর্মীরা দেখেতে পান স্কুলের মূল দরজা খোলা। তালা ভেঙ্গে ভেতরে ঢুকে রোতিমতো তান্ডব চালিয়েছে দুষ্কৃতিরা। নিজেদের আড়াল করতে দুষ্কৃতিরা স্কুলের সিসিটিভি ক্যামেরার মনিটর নিয়ে গেছে। সাথে খোয়া গেছে একটি ল্যাপটপ, একটি সাব মার্সিবল পাম্প ও নগদ কুড়ি হাজার টাকা বলে জানানো হয়েছে স্কুল কর্তৃপক্ষের তরফে। এরপরেই খবর দেওয়া হয় পুলিশে। কাঁকসা থানার পুলিশ স্কুলে গিয়ে পুরো বিষয়টি ভাল করে খতিয়ে দেখে অভিযোগ দায়ের করে নিয়ে তদন্তে নেমেছে।