স্কুলে চুরি, হার্ড ডিস্ক নিয়ে গেল চোরেরা
আমার কথা, অন্ডাল, ১৬ ডিসেম্বর:
তালা ভেঙ্গে চুরি করতে ঢুকে নগদ টাকা না পেয়ে সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে গেল চোরের দল। অন্ডাল সাউথ বাজারের মহাবীর হাইস্কুলের ঘটনা। তদন্ত শুরু করেছে পুলিশ।
সাম্প্রতিককালে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন থানা এলাকায় বেড়েছে চুরির ঘটনা, যা নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের পাশাপাশি চাপ বেড়েছে পুলিশ প্রশাসনের। এই আবহে সোমবার আরও একটি চুরির ঘটনা সামনে এলো। এবার চোরের দল হানা দিয়েছিল অন্ডাল সাউথবাজার অবস্থিত মহাবীর হিন্দি হাই স্কুলে। সোমবার সেই ঘটনা প্রকাশ্যে আসে। স্কুলের প্রবেশ গেটের তালা ভেঙ্গে দুষ্কৃতীরা ভেতরে ঢুকে। তারপর স্টাফ রুম, ক্লার্ক রুমের তালা ভাঙ্গে। স্কুলের প্রধান শিক্ষক কমলেশ শর্মা জানান সকাল বেলায় সাফাই কর্মী স্কুল পরিষ্কার করতে এসে গেটে ও স্টাফ রুমে তালা ভাঙ্গা দেখে খবর দেয় তাকে। এরপরে বিষয়টি তিনি পুলিশকে জানান। কমলেশ বাবু বলেন স্কুলে নগদ টাকা ছিল না। কাগজপত্র কিছু চুরি গেছে কিনা বিষয়টি এখনো পরিষ্কার নয়। তবে সিসিটিভি ক্যামেরার হার্ডডিক্স দুষ্কৃতীরা খুলে নিয়ে গেছে বলে জানান তিনি। স্কুল পরিচালন সমিতির সভাপতি অনিল কুমার সিং বলেন ২০১৫ সালেও এই স্কুলে চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় দুষ্কৃতীরা ঘটনার সাথে জড়িয়ে থাকতে পারে বলে জানান তিনি। খবর পেয়ে স্কুলে আসে পুলিশ। তদন্ত শুরু হয়েছে বলে জানান থানার এক আধিকারিক।