দুর্গাপুরে আইন নিয়ে পড়তে আসা দুই ভিন জেলার ছাত্রের ঘরে দুষ্কৃতি হানা
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৮নভেম্বরঃ
আইন নিয়ে পড়াশুনা করতে আসা দুই ছাত্রের মোবাইল ও সেমিস্টারের টাকা চুইর করে নিয়ে গেল দুষ্কৃতিরা। খবর পেয়ে পুলিশ গিয়ে পুরো বিষয়টি জেনে তদন্ত শুরু করেছে। তবে চুরির এই ঘটনায় আতঙ্কিত দুই ছাত্র।
হাওড়ার সেখ আজহার ও মুর্শিদাবাদের সাদিদ হায়দার নামে দুজন আইনের ছাত্র দুর্গাপুরের একটি আইনের কলেজে পড়াশুনা করার জন্য চুয়ান্ন ফুট এলাকায় একটি তিনতলা বাড়ির দোতলায় ভাড়া থাকছে। এ বছর তাদের ফাইনাল ইয়ার। তাই পরীক্ষার জন্য তাদের সাথে বেশ কিছু টাকাও ছিল। ওই দুই ছাত্র জানান, শনিবার ভোর সাড়ে তিনটে নাগাদ তাঁরা যখন ঘুমোচ্ছিলেন সেই সময় কিছুর আওয়াজ পেয়ে ঘুম ভেঙ্গে যায়। তাঁরা দেখেন রান্নাঘরের দরজা খোলা আর রান্নাঘরের জানালা দিয়ে কোনো একজন বেরিয়ে যাচ্ছে। তাঁরা তাড়াতাড়ি বিছানা থেকে উঠে রান্নাঘরে গিয়ে দেখেন সেখানে সিংক মেঝেতে পরে রয়েছে। জানালা দিয়ে কেউ বেরিয়ে যাচ্ছে। তবে অন্ধকারে আবছা যেটুকু তাঁরা দেখেছেন তাতে তাদের মনে হয়েছে দুষ্কৃতিরা দলে ৪-৫ জন মতো ছিল আর তাদের মাথা টুপি দিয়ে ঢাকা ছিল। এরপরেই তাঁরা শোয়ার ঘরে গিয়ে দেখেন তাকের উপর তাদের যে দুটি মোবাইল রাখা ছিল সেই মোবাইল ও পার্সের থেকে ২৪ হাজার টাকা গায়েব। এরপর সকাল হতে তাঁরা পুলিশকে খবর দিলে ফরিদপুর ফাঁড়ির পুলিশ ওই বাড়িতে পৌঁছোয়। দুই ছাত্রকে জিজ্ঞাসাবাদ করে সমস্ত বিষয়টি জেনে নিয়ে অভিযোগ দায়ের করে নেয়।
প্রসঙ্গতঃ ওই বাড়িতে দোতলায় সেখ আজহার ও সাদিদ হায়দারের সাথে আরো দুজন ছাত্র থাকে। কিন্তু বর্তমানে বাকি দুই ছাত্র তাদের বাড়ি গিয়েছে। পুলিশ চুরির তদন্ত শুরু করেছে।