দোকানের চালা ভেঙ্গে চুরি, আতঙ্ক ব্যবসায়ীমহলে
আমার কথা, অন্ডাল, ১৩ ডিসেম্বর:
ফের দোকানে চুরি। বারবার চুরির ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা। বুধবার সকালে একটি গোলদারির দোকানে চুরির ঘটনা প্রকাশ্যে আসে বহুলার মতি বাজারের ঘটনা।
অন্ডাল থানার বহুলা মতি বাজারে একটি গোলদারি দোকানে ঘটে চুরির ঘটনা। আজ বুধবার ঘটনাটি প্রকাশ্যে আসে।
দোকান মালিক আনন্দ জৈন জানান মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিলাম। আজ সকালে দোকান খোলার পর লক্ষ্য করি দোকানের ছাদের এডবেস্টার এর চাল ভাঙ্গা । ক্যাশ বাক্সে রাখা দশ হাজার টাকা উধাও। ছাদের এডবেস্টার ভেঙে দোকানে ঢুকে দুষ্কৃতীরা এই কান্ড করেছে বলে জানান আনন্দ বাবু খবর পেয়ে ঘটনাস্থলে আসে অন্ডাল থানার বনবহাল ফাঁড়ির পুলিশ তবে এটাই প্রথম নয় সাম্প্রতিক কালে এলাকার বেশ কয়েকটি দোকানে চুরির ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা। দুর্গাপুজোর সময় একই এলাকায় ছাদের ঢালাই কেটে একটি দোকানে চুরি হয়েছিল। সেই চুরির রেশ কাটার আগেই আরও একটি দোকানে চুরির ঘটনা ঘটায় ব্যবসায়ী মহলে ছড়িয়েছে আতঙ্ক। রাতের বেলায় বাজার এলাকাতে পুলিশি দহলদারি বাড়ানোর দাবি জানান ব্যবসায়ীদের একাংশ।