অন্ডালে তালা বন্ধ পর পর তিনটি আবাসনে চুরি
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ২৩নভেম্বরঃ
ভোররাতে পরপর তিনটি খনি আবাসনে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। সোমবার ঘটনাটি ঘটেছে ইসিএলের মধুজোর কোলিয়ারি খনি আবাসনে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে ,ছট পুজো উপলক্ষে বেশ কয়েকজন আবাসিক কোয়ার্টারে তালাবন্ধ করে দেশের বাড়ি যান। সেই সুযোগে সোমবার ভোররাতে তালা ভেঙ্গে পরপর তিনটি আবাসনে চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের হামলায় আহত হন দিলীপ সিং নামে এক আবাসিক।
দীলিপ বাবু জানান ছট পুজো উপলক্ষে সদানন্দ সিং ,উমেশ সোহেল, পবন সাউ- রা আবাসনে তালা দিয়ে দেশের বাড়ি গিয়েছেন। তাদের আবাসন গুলিতেই ঘটে চুরির ঘটনা। দীলিপ বাবু জানান “আজ ভোর রাতে আওয়াজ পেয়ে বাইরে বেরিয়ে দেখি মুখে ঢাকা দেওয়া অবস্থায় বেশ কয়েকজন লোক দাঁড়িয়ে রয়েছে আবাসন এলাকায়। সন্দেহ হওয়ায় চিৎকার করি, আমার চিৎকার শুনে অন্য আবাসিকরা বেরিয়ে এলে পালিয়ে যায় দুষ্কৃতীরা।” বাইরে থাকা আবাসিকদের চুরির ঘটনা ফোনের মাধ্যমে জানানো হয়েছে বলে জানান দীলিপবাবু। খবর পেয়ে ঘটনাস্থলে আসে অন্ডাল থানার পুলিশ। আবাসিকরা ফিরে এলে কী কী চুরি হয়েছে সেই বিষয়টি পরিষ্কার হবে বলে জানান পুলিশের এক আধিকারিক।