লাউদোহায় বিজেপির কর্মসূচী ঘিরে উত্তেজনা
আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা), ৭ আগস্টঃ
লাউদোহা ব্লকের গৌরবাজার অঞ্চলে বিজেপির কর্মসূচি ঘিরে ছড়ালো উত্তেজনা। সেই কারণে মিছিল বাতিল করে পথসভা করে বিজেপি।
রবিবার লাউদোহা ব্লকের গৌরবাজার অঞ্চলে শিক্ষায় দুর্নীতির ইস্যুতে “চোর ধরো-জেল ভরো”- কর্মসূচির ডাক দিয়েছিল বিজেপি। এলাকায় একটি মিছিল করারও কথা ছিল তাদের। এদিন সকাল ১০ টা নাগাদ গৌরবাজার হাটতলায় সেই কর্মসূচিতে যোগ দিতে বিজেপির কর্মী সমর্থকরা জড়ো হয়। সভা স্থলের আশপাশে পাল্টা জমায়েত করে তৃণমূল কর্মী সমর্থকেরা। একই জায়গায় কাছাকাছি দুটি রাজনৈতিক দলের জমায়েত ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হয়। ঘটনাস্থলে মোতায়ন ছিল লাউদোহা থানার পুলিশ। পরিস্থিতির কারণে বিজেপি সমর্থকরা তাদের মিছিলটি বাতিল করে হাট তলাতে পথসভা করে। পাণ্ডবেশ্বর বিধানসভার বিজেপির কনভেনার রূপক পাঁজা জানান তাদের কর্মসূচি ছিল পূর্বনির্ধারিত। সেই কর্মসূচি যাতে আমরা করতে না পারি সেই জন্য তৃণমূল তাদের গুন্ডাবাহিনী দিয়ে এলাকাটি ঘিরে ফেলে। অপ্রীতিকর ঘটনা এড়াতেই মিছিলের পরিবর্তে পথসভা করা হয় বলে জানান তিনি। গৌড়বাজার অঞ্চল তৃণমূল কংগ্রেসের কনভেনার উৎপল দত্ত অভিযোগ অস্বীকার করে জানান বিজেপির অভিযোগ ভিত্তিহীন, অসত্য। লোকজন না হওয়ার কারণেই বিজেপি মিছিলের পরিবর্তে পথসভা করে। তৃণমূল কোন জমায়েত করেনি। গৌরবাজারে রবিবার হাট বসে, সেই কারণেই হাটতলায় ক্রেতা বিক্রেতাদের জমায়েত ছিল বলে জানান উৎপল বাবু।