দোকানে টাকা না পেয়ে মিষ্টিতে সাবান গুঁড়ো ছড়ালো চোরের দল
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ৬ জুলাইঃ
চুরি করতে এসে নগদ টাকা না পেয়ে মিষ্টির দোকানে তান্ডব চালালো একদল দুষ্কৃতী। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে পাণ্ডবেশ্বর থানার স্টেশন রোডে।
সূত্র মারফত জানা যায়, মঙ্গলবার রাতে পাণ্ডবেশ্বর স্টেশন রোডে একটি মিষ্টির দোকানে চুরি করার উদ্দেশ্যে হানা দেয় দুষ্কৃতীরা। দুটি গ্যাস ভর্তি সিলিন্ডার, পাঁচটি তেল ভর্তি টিন নিয়ে চম্পট দেয়। নগদ টাকা, ক্যাশ বাক্সতে না পেয়ে দোকানে রাখা সমস্ত মিষ্টির মধ্যে ডিটারজেন্ট পাউডারের গুঁড়ো ছিটিয়ে দেয় দুষ্কৃতীরা।
দোকান মালিক জয়ন্ত লাহা জানান মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান তিনি। এরপর বুধবার সকালে দোকান খুলতে এসে দেখেন দোকানের দরজার তালা ভাঙ্গা, ভিতরে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। গায়েব হয়ে গিয়েছে দোকানের গ্যাস সিলিন্ডার, তেলের টিন সহ বেশ কিছু জিনিসপত্র। ডিটারজেন্ট পাউডার ছিটিয়ে প্রায় ১০ হাজার টাকার মিষ্টি নষ্ট করেছে দুষ্কৃতীরা বলে অভিযোগ করেন তিনি। চুরি করতে এসে নগদ টাকা না পাওয়ায় ক্ষোভে দুষ্কৃতীরা এই কাজ করেছে বলে মনে করছেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে আছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলে জানান পাণ্ডবেশ্বর থানার এক আধিকারিক।