এবার বেনাচিতি বাজারে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে বের হল ২জন করোনা পজিটিভ
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২১মেঃ
করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই রাজ্যে ক্রমশ মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। ক্রমশ বাড়তে থাকা এই করোনা সংক্রমণ ঠেকাতে বিনামূল্যে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু করেছে দুর্গাপুর নগর নিগম। গতকাল থেকেই এই র্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে দুর্গাপুরের বেনাচিতি বাজারে মোবাইল ভ্যানে করে র্যাপিড টেস্ট হয়। এদিন মোট তিন জায়গায় (ভিরিঙ্গি, কাইজার গলি ও শালবাগান গলি) এই টেস্ট হয়। মোট ৭৫ জনের এদিন পরীক্ষা হয়, যার মধ্যে ২জনের পজিটিভ রিপোর্ট এসেছে। সরকারী নির্দেশিকা অনুযায়ী প্রতিদিন সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত্য বাজার খোলা থাকছে। সেই জায়গাতেই এই টেস্ট হয়েছে। আগামী দিনে টানা এইসব ভীড় এলাকাতে টেস্ট হবে বলে জানান পুরসভার কর্মীরা। সাধারন মানুষও দুর্গাপুর নগর নিগমের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।