লকডাউনের মাঝে এবার অন্ডালে মদের দোকান থেকে পেটি পেটি বোতল চুরি
আমার কথা, পশ্চিম বর্ধমান, ৬এপ্রিলঃ
লকডাউন চলাকালীন পথে ঘাটে লোকজনের আধিক্য দেখা যাচ্ছে কম আর সেই সুযোগকে কাজে লাগিয়ে পেটি পেটি মদের বোতল দোকান থেকে সাফ করে দিলো দুষ্কৃতিরা। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের অন্ডালের সিঁদুলী গ্রামের বেদ পাড়ায়।
সরকারী লাইসেন্স প্রাপ্ত ওই মদের দোকানের মালিক অন্ডাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি কৌশিক মন্ডলের বাবা জিতেন্দ্র মন্ডল জানান যে, আজ সোমবার ভোর রাতে দোকানের এক কর্মচারী তাদের ফোন মারফত জানায় যে দোকানে চুরি হয়েছে। প্রাথমিক ধারনা দোকানের দরজা ও অ্যাসবেসটসের ছাদের মাঝে যে ব্যবধান রয়েছে সেই জায়গা দিয়ে কেউ বা কারা ঢোকে দোকানে। তারপর ভেতরের দরজার তালা ভেঙ্গে মদের পেটিগুলি বের করে নিয়ে চম্পট দেয়। সম্ভবতঃ দুষ্কৃত্রা চার চাকার গাড়ি নিয়ে এসেছিল চুরি করতে, কারন দোকান সংলগ্ন রাস্তায় চার চাকার গাড়ির টায়ারের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে দোকানের ভেতর খতিয়ে দেখে জিতেন্দ্রবাবু জানান দুষ্কৃতিরা ৬২ পেটি অর্থাৎ ৭৪৪ বোতল বিলিতি মদ ও ৯ পেটি অর্থাৎ ১৮০টি দেশী মদের বোতল চুরি করে নিয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান আবগারী দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক অভিষেক ঘোষ। দোকানের খাতাপত্র সমস্ত খতিয়ে দেখে অভিযোগ দায়ের করে নেন, সাথে তদন্ত শুরু করেন ঘটনার।
লক ডাউনের কারণে নিত্য প্রয়োজনের জিনিসপত্র ছাড়া সমস্ত দোকান বন্ধ রয়েছে। তবে সরকারি লাইসেন্স প্রাপ্ত মদের দোকানে চুরির ঘটনার কথা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে অন্যান্য সরকারি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানগুলির মালিকদের মধ্যে। নিরাপত্তার দাবি ও প্রশাসনের কাছে জানিয়েছেন তাঁরা।