এবার বেসরকারী উদ্যোগে দুর্গাপুরে হতে চলেছে ক্যান্সার হাসপাতাল
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১২ডিসেম্বরঃ
দুর্গাপুর ও দুর্গাপুর সংলগ্ন এলাকার ক্যান্সার রোগে আক্রান্ত রোগীদের এবার আর শহর থেকে বাইরে সে কলকাতাই হোক, কিংবা মুম্বাই কিংবা দক্ষিণ ভারতে চিকিৎসার জন্য আর যাওয়ার প্রয়োজন পড়বে না। এবার নিজের শহরেই চিকিৎসার সু-ব্যবস্থা পেতে চলেছেন তাঁরা, আর এই চিকিৎসার ব্যবস্থা করতে চলেছে দুর্গাপুরেরই একটি বেসরকারী হাসপাতাল। সিটি সেন্টারে ক্যান্সার রোগীদের জন্য একটি হাসপাতাল গড়তে চলেছে বিধাননগরের ওই বেসরকারী হাসপাতাল কর্তৃপক্ষ। আজ শনিবার একটি সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন ওই হাসপাতালের কর্ণধার তথা চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সুজিত দত্ত। তিনি জানান সিটিসেন্টারে এক একর জমির নেওয়া হয়েছে। সেই জমিতেআড়াইশো শয্যা বিশিষ্ট বারো তলা এই হাসপাতালের ভিত্তিস্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে আগত নতুন বছরে। বাইরের জেলা কিংবা রাজ্য থেকে আগত রোগীর পরিজনদের জন্য এই হাসপাতালে তৈরী করা হবে ঝাঁ চকচকে বিশ্রামাগারও। আগামী দুবছরের মধ্যে এই হাসপাতাল চালু করার প্রতিশ্রুতি দেন সুজিতবাবু। অত্যাধুনিক মানের এই ক্যান্সার হাসপাতালে দেশ, এমনকি দেশের বাইরের সু-চিকিৎসক, দক্ষ নার্স ও কর্মীরা এই হাসপাতালে আগত রোগীদের পরিষেবা দেবেন। এই হাসপাতলে প্রায় পাঁচশ কর্মী নিযুক্ত করা হবে, ফলে এই হাসপাতাল এই শহরের বেকার যুবক যুবতীদের ক্ষেত্রেও দিশা দেখাবে বলে জানান সুজিতবাবু।