করোনার প্রকোপে এবার বন্ধ হল ডিএসপি হাসপাতালের বহির্বিভাগ
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৪ জানুয়ারীঃ
রাজ্যে ক্রমশ বাড়ছে করোনার প্রকোপ। তৃতীয় ঢেউ আছড়ে পড়তে না পড়তেই রাজ্যে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ফলে হাসপাতালে হাসপাতালে ভিড় বাড়ছে আক্রান্তের। এদিকে করোনায় এবারে সব থেকে বেশি আক্রান্ত হতে দেখা যাচ্ছে চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীদের। ফলে আগামীদিনে করোনার চিকিৎসা পরিষেবা নিয়ে এক সংকটময় পরিস্থিতি দেখা দেওয়ার সম্ভাবনা তৈরী হতে পারে বলে ওয়াকিবহাল মহলের মত। একই পরিস্থিতি শিল্পাঞ্চল দুর্গাপুরেও। দুর্গাপুর ইস্পাত কারখানার মেন হাসপাতালে ইতিমধ্যে ১৭ জন চিকিৎসক ও নার্স ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে ৩৮ জন করোনায় আক্রান্ত। এমতবস্থায় ওই হাসপাতালের বহির্বিভাগ থেকে পরিষেবা দেওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আপাতত ইমারজেন্সি বিভাগ থেকে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে বলে জানানো হয়েছে।