টাকা চেয়ে বাড়ি বাড়ি হুমকি চিঠি, দুর্গাপুরে ধৃত ভিন জেলার দুষ্কৃতি

আমার কথা, দুর্গাপুর, ১৮ মার্চঃ
নানা অপরাধে সিদ্ধ হস্ত এক দুষ্কৃতিকে গ্রেপ্তার করলো নিউটাউনশিপ থানার পুলিশ। ধৃত ব্যাক্তি পশ্চিম মেদিনীপুর জেলার বাসিন্দা। ধৃতের কাছ থেকে প্রচুর চুরির মালপত্র উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা দীপঙ্কর রানা(৩২) ২০১২ সালে দুর্গাপুরে এসে বসবাস করতে শুরু করে। দুর্গাপুরের বিওজিএল কলোনিতেবসবাস কারী এই দীপঙ্কর রানার বিরুদ্ধে আগেই চুরি ছিনতাইয়ের অভিযোগে পুলিশের খাতায় নাম ছিলই। এর পাশাপাশি জানা গিয়েছে গত কয়েক বছর ধরে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত নিউটাউনশিপ থানা এলাকায় নানা ব্যাক্তির বাড়িতে টাকা চেয়ে হুঁশিয়ারী চিঠি ফেলে আসতো। এমনকি টাকা না দিলে তাঁদের প্রাণেও মেরে ফেলা হবে বলেও হুমকি দেওয়া থাকতো চিঠিতে। ফলে প্রাণের ভয়ে অনেকেই সেই ফাঁদে পা দিয়ে টাকা দিয়েও দিতেন। ২০২৪ সালের ডিসেম্বর মাসে এ-টাইপ এলাকার বাসিন্দা তুষার চৌধুরী নামে এক ব্যাক্তির পাঁচটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ চুরি যায়। তিনি থানায় ৬ জানুয়ারী লিখিত অভিযোগ দায়ের করেন। নিউটাউনশিপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক নাসরিন সুলতানার নেতৃত্বে তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে পুলিশ দেখতে পায় তুষারবাবুর চুরি যাওয়া মোবাইল গুলোর মধ্যে একটি মোবাইল ব্যবহৃত হচ্ছে। সেই মোবাইলের লোকেশন ট্র্যাক করে ১১ মার্চ বিওজিএল এলাকা থেকে দীপঙ্করকে গ্রেফতার করে পুলিশ। এরপর নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ যখন তাঁকে জেরা করতে শুরু করে তখন বাড়ি বাড়ি হুমকি চিঠি দিয়ে টাকা আদায়ের বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর সে বিষয়টি স্বীকার করে নেয়। সাথে পুলিশ তাঁকে জেরা করে চুরির জিনিসপত্রের অনেকাংশই উদ্ধার করে যার মধ্যে রয়েছে ল্যাপটপ, মোবাইল ফোন, কাঁসা পিতলের বাসপত্র সহ বিদশি নোট, বাতিল হয়ে যাওয়া হাজার টাকার নোট, এমনকি উদ্ধার হয় বেশ কিছু এটিএম কার্ডও।