বেআইনি কয়লা পাচার করতে গিয়ে কাঁকসা পুলিশের জালে তিন
আমার কাথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ৬ফেব্রুয়ারীঃ
বেআইনি বালির পর এবার কয়লা পাচারের অভিযোগে অভিযোগে তিনজনকে গ্রেফতার করল কাঁকসা থানার পুলিশ। ধৃত তিন জনকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হল শনিবার। এদিন কাঁকসা থানা থেকে দুজন ও কাঁকসার মলানদিঘি পুলিশ ক্যাম্প থেকে একজনকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে কাঁকসার শিবপুর থেকে বোলপুরের উদেশ্যে বেআইনিভাবে কয়লা বোঝাই একটি লরি যাচ্ছিল। পুলিশ সেটিকে আটক করে। বৈধ কাগজ না থাকার জন্য কয়লা বোঝাই ৪০৭ গাড়ি সহ তিনজনকে গ্রেফতার করে কাঁকসা থানা পুলিশ। গত ফেব্রুয়ারির ১ তারিখে দুর্গাপুর মহকুমা আদালতে ওই তিনজনকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তদের চার দিনের পুলিশি হেফাজতর নির্দেশ দেযন।পুলিশ ৪ দিনের পুলিশ রিমান্ড নেওয়ার পর শনিবার ফের অভিযুক্তদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।