লাউদোহায় কর্তব্যরত সিভিক ভলান্টিয়াদের মারধরের অভিযোগে গ্রেফতার ৩ যুবক
আমার কথা, পশ্চিম বর্ধমান, ১৯জুলাইঃ
কর্তব্যরত দুই সিভিক ভলান্টিয়ারকে মারধর করার অভিযোগে তিনজনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটে ফরিদপুর(লাউদোহা) থানার অন্তর্গত ওল্ড ঝাঁঝরা কলোনীর হনুমান মন্দির সংলগ্ন এলাকায়।
পুলিশ সুত্রে জানা গেছে, গতকাল অর্থাৎ শনিবার রাতে পেট্রোলিং ডিউটি করছিল ওই থানার দুই সিভিক ভলান্টিয়ার কুশ ঘোষ ও চঞ্চল মাঝি। সেই সময় হনুমান মন্দির সংলগ্ন এলাকায় বেশ কয়েকজন যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তাদের জিজ্ঞাসাবাদ করতে গেলে ওই দুই সিভিক ভলান্টিয়ারদের উপর চড়াও হয় যুবকেরা। মারধরের সাথে সাথে তাদের ইউনিফর্মও ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠছে। পরে পুলিশ তিনজন যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। আজ অভিযুক্তদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা সহ করোনা আবহে স্বাস্থ্যবিধি ভঙ্গের অভিযোগে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে।