আমার কথা >> জেলা >> দক্ষিণবঙ্গ >> পশ্চিম বর্ধমান >> উখরা পঞ্চায়েত তৃণমূলের দখলে
আমার কথা, উখরা, ১১ জুলাই:
অন্ডাল ব্লকের উখরা পঞ্চায়েত তৃণমূলের দখলে। গণনার শেষে ২৭ টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছে ২৫ টি ও নির্দল পেয়েছে ২টি।