কাঁকসা গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে
আমার কথা, কাঁকসা, ১১ জুলাই:
কাঁকসায় ৭টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে এলো কাঁকসার গণনা কেন্দ্র থেকে দাবি করলেন তৃণমূলের পর্যবেক্ষক তথা তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা প্রভাত চট্টপাধ্যায়।
তিনি বলেন এই জয় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি উৎসর্গ করেন।
তিনি বলেন কাঁকসার যে ৭টি অঞ্চল রয়েছে, প্রতিটি বুথেই তারা বিপুল ভোটে জয়ী হয়েছেন।
মানুষ তাদের পাশে ছিলো।
মানুষকে নিয়েই তারা এবার পঞ্চায়েতে বিপুল ভোটে জয়ী হয়েছেন।
কাঁকসা ব্লকে বেশ কয়েকটি পঞ্চায়েতে বিজেপি ও সিপিআইএম আসন পাওয়ায় তিনি বলেন এটাই গণতন্ত্র।
গণতন্ত্রে বিরোধীরা দু একটা আসন পাবে না, তা তো হয় না।
বিরোধীরা সিট পাওয়ায় এটাই প্রমান পাওয়া গেলো যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র আছে।