আবারো খনি অঞ্চলে পঞ্চায়েত সমিতিতে ফুটল ঘাস ফুল
আমার কথা, প: বর্ধমান, ১১ জুলাই:
গ্রাম পঞ্চায়েতের পর পঞ্চায়েত সমিতিতেও সবুজ ঝড়। পাণ্ডবেশ্বর, দুর্গাপুর-ফরিদপুর, অন্ডাল পঞ্চায়েত সমিতি জিতল তৃণমূল কংগ্রেস।
খনি অঞ্চলের পাণ্ডবেশ্বর, দুর্গাপুর-ফরিদপুর, অন্ডাল তিনটি ব্লকে গ্রাম পঞ্চায়েতের জয়ের ধারা অব্যাহত রইল পঞ্চায়েত সমিতিতেও। তিনটি সমিতিই জিতল তৃণমূল। পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির ১৮ টি আসনের মধ্যে একজন প্রার্থীর মৃত্যু হওয়ার কারণে ভোট হয়েছে ১৭ টি আসনে। সবকটি আসনেই জিতেছেন তৃণমূল প্রার্থীরা। দুর্গাপুর-ফরিদপুর ব্লকে ১৮টির মধ্যে ১৮ টি আসনেই জিতেছে তৃণমূল। এই দুটি পঞ্চায়েত সমিতিতেই শূন্য বিরোধীরা। অপরদিকে ২৩ আসনের অন্ডাল পঞ্চায়েত সমিতিতে ২২টি জিতেছে তৃণমূল, বিজেপি পেয়েছে একটি আসন। বিজেপির জয়ী প্রার্থীর নাম দিনেশ লাল। তিনি জিতেছেন শ্রীরামপুর এলাকায় ২২ নম্বর পঞ্চায়েত সমিতির আসনে।