গণনায় অশান্তি এড়াতে বাংলা ঝাড়খন্ড সীমান্তে পুলিশের নাকা তল্লাশী
আমার কথা, আসানসোল, ৩ জুনঃ
১জুন সপ্তম দফার ভোটের মধ্যে দিয়ে শেষ হয়ে লোকসভা নির্বাচনের পর্ব। রাত পেরোলেই আগামীকাল অর্থাৎ মঙ্গলবার অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফল আর এই ফলাফল ঘিরে যাতে বহিরাগত কোন দুষ্কৃতি এসে অশান্তির পরিবেশ সৃষ্টি করতে না পারে সেই কারণে ভিনরাজ্য থেকে আসা চারচাকা ও মোটরবাইক থামিয়ে বাংলা ঝাড়খন্ড সীমান্তের ডুবুরডি চেকপোষ্টের নাকা পয়েন্টে তল্লাশি চালানো হচ্ছে প্রত্যেকটি গাড়িতে। একই সাথে গাড়ির চালক বা যাত্রীদের গন্তব্যের বিবরণ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোনওভাবে যাতে নির্বাচনের ফল ঘোষনার দিন অশান্তি না ছড়ায় সেই কারণেই এই উদ্যোগ। কুলটি ট্রাফিক গার্ডেরপুলিশ ও কুলটি থানার চৌরাঙ্গিফাঁড়ির পুলিশের পক্ষ থেকে এই নাকা তল্লাশি অভিযান বাংলা ঝারখন্ড সীমান্তের ডুবুরডি চেকপোষ্টে। বলতে গেলে নির্বাচন পাক্রিয়া সুষ্ঠ ও শান্তিতে সম্পন্নকরার লক্ষে প্রশাসন।