করোনার প্রকোপ কমাতে দুর্গাপুরে তিনদিন সমস্ত বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত
আমার কথা,পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৮এপ্রিলঃ
সমগ্র দেশের সাথে সাথে এই রাজ্যেও করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। করোনার থাবা প্রতিদিন কেড়ে নিচ্ছে হাজার হাজার মানুষের প্রাণ। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। চতুর্দিকে ত্রাহি ত্রাহি রব। এমতবস্থায় আক্রান্তের তুলনায় কম পড়ছে হাসপাতাল। অক্সিজেন থেকে শুরু করে ভ্যাকসিন, ওষুধ এমনকি হাসপাতালের বেডে দেখা দিয়েছে আকাল।
একই পরিস্থিতি শিল্পাঞ্চল দুর্গাপুরেও। এই শহরেও থাবা বসিয়েছে করোনা। প্রতিদিন এই শহরেও মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। করোনায় আক্রান্ত হয়ে দুর্গাপুরে প্রতিদিনই মৃত্যু হচ্ছে শহরবাসীর। গত সোমবার শিল্পাঞ্চলে অধিকাংশ মানুষ যখন ভোট উৎসবে মেতে ছিলেন তখন অন্যদিকে করোনা হাসপাতাল সনকায় একদিনে মারা যান ৫ জন। শুধু তাই নয় এখানে সরকারী বেসরকারী হাসপাতাল গুলিতেও বেডেও সংকুলান দেখা দিয়েছে। স্বাস্থ্য মন্ত্রক থেকে বার বার সকলকে করোনার স্বাস্থ্যবিধি মেনে চলার আবেদন জানানো হচ্ছে।
বাজার হাটের মধ্যে দিয়ে করোনা ভাইরাস ছড়ানোর একটা প্রবনতা দেখা দিয়েছে। তাই করোনার সাথে যুঝতে বুধবার দুর্গাপুর বনিকসভার পক্ষ থেকে দুর্গাপুর মহকুমা প্রশাসন ও দুর্গাপুর নগর নিগমের কাছে লিখিত আবেদন জানানো হয় এই মর্মে যে করোনার প্রকোপের উপর নিয়ন্ত্রণ আনতে তিনদিনের জন্য দুর্গাপুরের সমস্ত বাজার বন্ধ রাখা হবে।
দুর্গাপুর বনিকসভার সভাপতি কবি দত্ত জানান আবার যেভাবে করোনার প্রকোপ পড়েছে মানুষের জীবনে সেই অবস্থায় দাঁড়িয়ে ব্যবসায়ী মহল থেকে আমাদের কাছে বার বার আবেদন জানান মানুষের ভিড় কমাতে বাজার বন্ধ রাখার যেন অনুমতি দেওয়া হয়। তাদের এই অনুরোধকে আমরা খতিয়ে দেখে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিই আগামী ১-৩ মে পর্যন্তু দুর্গাপুরের সমস্ত বাজার বন্ধ থাকবে। তবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন কাঁচা বাজার, দুধ, ওষুধ এরকম কিছু জিনিসপত্রের দোকানকে এই বন্ধের আওতার বাইরে রাখা হয়েছে।
সাথে অবশ্য কবিবাবু এও বলেন যে দুদিন বাজার বন্ধ রাখলেই করোনার প্রকোপ নির্মূল করা যাবে না। এর জন্য আমাদের অবশ্যই সচেতনতা দরকার।