বাঁশকোপায় তৃণমূলের টোল ফ্রি যাতায়াত আজ, কে দিলো অনুমতি? নেই উত্তর
আমার কথা, বাঁশকোপা, ২১ জুলাই:
শুক্রবার সকাল থেকেই কাঁকসার বাঁশকোপা টোল প্লাজায় কোলকাতার ধর্মতলাগামী তৃণমূলের শহীদ সভায় যোগদান করতে যাওয়া সমস্ত বাস এবং অন্যান্য যানবাহনকে টোল মুক্ত করা হয়েছে।
তাই সকাল থেকে তৃণমূলের ঝান্ডা লাগানো যে সমস্ত গাড়ি টোল প্লাজা অতিক্রম করছে তাদের টোল নেওয়া হচ্ছে না।
টোল প্লাজার কর্মীরা ঘটনার কথা স্বীকার করলেও কি কারণে টোল মুক্ত করা হয়েছে তার সঠিক কারণ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন টোল প্লাজা কর্তৃপক্ষ।
যদিও এই ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র নিন্দা জানিয়েছে বিজেপি।
বিজেপির কাঁকসা ২ নম্বর মন্ডল এর সভাপতি ইন্দ্রজিৎ ঢালীর অভিযোগ টোল ট্যাক্স না দিয়ে যে যানবাহন গুলি কলকাতায় তৃণমূলের সভায় যোগদান করতে যাচ্ছে এবং একইভাবে সেই সমস্ত যানবাহন ফেরত যাবে তাদের থেকে টোল না নেওয়ায় বড়সড়ো ক্ষতির সম্ভাবনা রয়েছে।
কিন্তু আজকের দিনে এই টোল মকুব করার অনুমতি কে দিলো সেই নিয়েই রাজনৈতিক মহলে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে।