স্টেশন চত্বরে উড়ছিল ছেঁড়া জাতীয় পতাকা, নেটিজেনদের সমালোচনায় হুঁশ ফিরল রেল কর্তৃপক্ষের
আমার কথা, ঝাড়গ্রাম, ২৩জুনঃ
জাতীয় পতাকার অবমাননা। হেলায় উড়ছে ছেঁড়া পতাকা, হুঁশ নেই রেল কর্তৃপক্ষের। এরকমই দৃশ্যের সাক্ষী হয়ে রইল ঝাড়গ্রামের মানুষজন।
ঝাড়গ্রাম স্টেশন চত্বরের ভিতরেই মঙ্গলবার সকালে দেখা গেল জাতীয় পতাকাটি ছেঁড়া অবস্থায় উড়ছে, তবুও নজর নেই রেল কর্তৃপক্ষের। সেই নিয়ে উঠেছে শহরের মানুষের মধ্যে নানান প্রশ্ন। এভাবে একটি দেশের জাতীয় পতাকা ছেঁড়া অবস্থায় উড়ছে, তবুও নজর নেই কেনো সেটি নিয়ে রেলের উদাসীনতা নিয়ে প্রশ্ন তুলেছে শহরবাসী। দীর্ঘক্ষণ এভাবে ছেঁড়া অবস্থায় পড়ে থাকলেও রেল কর্তৃপক্ষের তরফে সেই পতাকা পরিবর্তনের কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। এই বিষয়টি নিয়ে এরপর সোশ্যাল মিডিয়ায় সমালোচনায় ঝড় বয়ে যায়। ভাইরাল হয় ছবি থেকে শুরু করে ভিডিও, আর তা কানে পৌঁছয় রেল কর্তৃপক্ষের। এরপর নেটিজেনদের সমালোচনা থেকে বাঁচতে সাথে নিজেদের মুখ রক্ষা করতে শেষে নামিয়ে নেওয়া হয় ওই ছেঁড়া পতাকা।