চাঁদার জন্য টোটোচালককে মারধর, প্রতিবাদে পান্ডবেশ্বরে পথ অবরোধ
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ১৫ফেব্রুয়ারীঃ
চাঁদা পরে দেবো এ কথা বলায় এক টোটো চালককে মারধরের ঘটনায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো টোটো চালকেরা। সোমবার সকালে ঘটনাটি ঘটে পাণ্ডবেশ্বর থানার গোবিন্দপুর এলাকায়।
টোটো চালকদের অভিযোগ স্থানীয় একটি ক্লাবের সদস্যরা সরস্বতী পুজোর জন্য বেশ কয়েকদিন ধরে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলছে। আজ অর্থাৎ সোমবার সকালে এক টোটো চালক যাত্রীদের নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা টোটো চালকের রাস্তা আটকায়। যাত্রীদের নামিয়ে ফেরার পথে চাঁদা দেবো বলায় ক্লাবের সদস্যরা টোটো চালককে বেদম মারধর করে বলে অভিযোগ। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় অন্যান্য টোটো চালকরা। তারা রাস্তা অবরোধ করে দোষীদের শাস্তির দাবিতে। ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ। পুলিশের মধ্যস্থতায় অবরোধ ওঠে।