রহস্যজনক ঘটনা, ডিভিসির ক্যানেল থেকে চালকের মৃতদেহ সহ টোটো উদ্ধার
আমার কথা, পূর্ব বর্ধমান(গলসী), ১৯ ডিসেম্বরঃ
এক টোটো চালকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য চড়ালো এলাকায়।
ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার গলসির গলিগ্রামে।
মৃতের নাম শেখ মোহর(২৬)।
গলসির বাবলা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
পরিবার সূত্রে জানা গেছে মৃত শেখ মোহর শনিবার সন্ধ্যায় টোটো নিয়ে বেরিয়ে যায়। এর পর রাত্রে আর বাড়ি ফেরেনি। রবিবার সকালে গলিগ্রাম থেকে ভাসাপুরের মাঝে সেচ খালের জলে টোটো সমেত ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয়। রবিবার সকালে স্থানীয়রা তা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে গলসি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।