মাইথনে বাড়ছে পর্যটকদের আনাগোনা, পরিষেবা নিয়ে অভিযোগ
আমার কথা, আসানসোল, ১০ ডিসেম্বর:
শুরু হয়ে গেছে শীতের মরশুমে মাইথন পর্যটন কেন্দ্রে পর্যটক দের আসা। তবে শৌচালয় রয়েছে কিন্তু সেটা পরিষ্কার পরিছন্ন নেয় বলে অভিযোগ একই সাথে পানীয় জলের অসুবিধে রয়েছে। পর্যটকদের বক্তব্য উন্নয়ন হলে মাইথন পর্যটন কেন্দ্র আরো ভালো হবে। সবুজ প্রাকৃতিক পরিবেশে মাইথন পর্যটন কেন্দ্রে পিকনিক করতে আসে বহু দূরদূরান্ত থেকে পর্যটকরা। তবে নৌ চালকরা বলেন লাইফ জ্যাকেট রয়েছে কিন্তু সহযোগিতা যদি করেন ব্লক প্রশাসন তা হলে খুব ভালো হয়। তবে পিকনিক সিজিন ঢুকেছে আসা করা যাচ্ছে যে পর্যটকরা আসবে এই বছর কারণ সারা বছর এই পিকনিক সিজিনের দিকে তাকিয়ে থাকেন নৌচালকরা। তবে নৌ বিহার করার সময় বেশিরভাগ নৌচালকরা লাইফ জ্যাকেট ব্যবহার করে না বলে বলেন নৌ চালকরা। তবে লাইফ জ্যাকেটও কম রয়েছে এ কথা স্বীকার করেছেন নৌচালকরা। তাঁদের বক্তব্য ব্লক প্রশাসন যদি লাইফ জ্যাকেট দিয়ে সহযোগিতা করে তা হলে খুব ভালো হয়। পর্যটকরা নৌ বিহার করার সময় লাইফ জ্যাকেট ব্যবহার করতে পারবে।