বেআইনি বালি বোঝাই ট্রাক্টর আটক
আমার কথা, কাঁকসা, ৯ ফেব্রুয়ারী:
বেআইনিভাবে বালি বোঝাই করে পাচারের অভিযোগে একটি বালি বোঝাই ট্রাক্টর আটক করলো মহকুমা ভূমি ও ভূমি রাজস্ব দফতর ও কাঁকসা ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা। বেআইনি বালি পাচারের অভিযোগে অভিযানে নেমে পানাগড় বাইপাস সংলগ্ন এলাকা থেকে আজ শুক্রবার দুপুর ১২টা নাগাদ ওই ট্রাক্টরটিকে আটক করে কাঁকসা থানার পুলিশের অধীনে রাখা হয়।
ভূমি ও ভূমি রাজস্ব দফতর সূত্রে জানা গেছে ওই ট্রাক্টরের মালিকের বিরুদ্ধে মোটা অঙ্কের জরিমানা ধার্য করা হতে পারে। বেআইনিভাবে বালি পাচারের অভিযোগে আগামিদিনেও লাগাতার অভিযান চলবে বলে জানা গেছে। তবে এই ঘটনায় চালককে গ্রেফতার করা হয়নি।