“মিষ্টি হাব” চালু করতে ব্যবসায়ীদের বেঁধে দেওয়া হল অন্তিম সময়সীমা
আমার কথা, পূর্ব বর্ধমান(বর্ধমান), ৬মেঃ
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই ফের মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প বর্ধমানের মিষ্টি হাব খোলার তোড়জোড় শুরু করল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। বারবার মিষ্টি হাবকে চালু করার কিছুদিন পরই তা ফের খরিদ্দারের অভাবে মুখ থুবড়ে পড়ে। বারবার বন্ধ হয়ে যাওয়া আটকাতে শুক্রবার নেওয়া হল অভিনব উদ্যোগ। শুক্রবার জেলাশাসক প্রিয়াংকা সিংলার উদ্যোগে মিষ্টি হাবকে চালু করার লক্ষ্যে বৈঠক অনুষ্ঠিত হল। বৈঠকে হাজির ছিলেন জেলাশাসক ছাড়াও জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন, বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিক সহ প্রশাসনের আধিকারিক, পরিবহণ দপ্তরের আধিকারিক, মিষ্টি হাবের দোকানদার এবং সীতাভোগ মিহিদানা ট্রেডার্স-এর প্রতিনিধিরাও।
জেলাশাসক জানিয়েছেন, মিষ্টি হাবকে চালু করার জন্য এদিন সমস্ত দোকানদারের ১৫দিনের সময়সীমা দেওয়া হয়েছে৷ ১৫দিনের মধ্যে তাঁরা তা চালু করতে না পারলে, প্রশাসন তাদের কাছ থেকে ঘর নিয়ে নেবে। তিনি জানিয়েছেন,বিশেষ করে ২নং জাতীয় সড়কের বিভিন্ন বাস মিষ্টি হাবে না দাঁড়ানোয় খরিদ্দারের অভাবে মিষ্টি ব্যবসা বন্ধ হয়ে যাবার যে অভিযোগ দোকানদাররা করছিলেন এদিন সেই বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। জেলাশাসক জানিয়েছেন, সমস্ত সরকারী বাসকে কলকাতা ছাড়ার পর মিষ্টি হাবেই প্রথম স্টপেজ দেবার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বেসরকারী বাসগুলিকেও যাতে দাঁড় করানো যায় তারও উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, সীতাভোগ মিহিদানা ট্রেডার্স-এর আবেদন অনুসারে তাঁরা জানিয়েছেন, প্রথমে সমস্ত দোকানকে চালু করতে হবে। তারপরই তাঁরা দ্বিতীয় দফায় সীতাভোগ, মিহিদানা, ল্যাংচা প্রভৃতি মিষ্টির প্যাকেজিং-এর বিষয়টি ভাববেন।