প্রস্তাবিত শপিং মলের অনুমতি বাতিলের দাবিতে মৌণ মিছিল উখরা বাজারের ব্যবসায়ীদের
আমার কথা, পশ্চিম বর্ধমান(উখরা), ১১জানুয়ারী
উখরায় চালু হতে চলেছে বহুজাতিক সংস্থার বড় স্টোর ,শপিং মল। এই খবরে আতঙ্ক ছড়িয়েছে বাজারের ক্ষুদ্র-মাঝারি ব্যবসায়ীদের মধ্যে। প্রস্তাবিত মলের অনুমতি বাতিলের বিরুদ্ধে আগেই একজোট হয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছিল ব্যবসায়ীদের সংগঠন উখরা চেম্বার অফ কমার্স। সোমবার সংগঠনের ডাকে বাজার বন্ধ রেখে মৌন মিছিল করল উখরা বাজারের ব্যবসাইয়ীরা।
উল্লেখ্য , উখড়া একটি প্রাচীন ও বড় বাজার। আশপাশ এলাকায় ছড়িয়ে রয়েছে একাধিক গ্রাম ও কয়লা খনি। এ সমস্ত এলাকার খনি কর্মী ও স্থানীয় বাসিন্দরা উখড়া বাজারের উপর নির্ভরশীল। পুরনো এই বাজারটির কয়লাখনি জাতীয়করণের পরে শ্রী বৃদ্ধি ঘটে। ক্রেতার সংখ্যা বাড়ায় একসময়ের ছোট বাজারটি ধীরে ধীরে বড় বাজারে পরিণত হয়। বর্তমানে এখানে রয়েছে ছোট-বড় কয়েক হাজার দোকান। এলাকার অর্থনীতি এই বাজারের উপর অনেকটাই নির্ভরশীল। তবে কয়লা খনিতে নয়া নীতির ফলে গত এক দশকে খনি শ্রমিকের সংখ্যা কমেছে অনেকাংশে, সেই সাথে দোকানের সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে দোকানদারদের। ব্যবসায়ীদের আক্ষেপ আগের মত মুনাফা নেই ব্যবসায়। এই অবস্থায় শোনা যাচ্ছে এলাকায় চারটি বহুজাতিক সংস্থা বড়স্টোর ও শপিং মল খুলতে চলেছে। যার ফলে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় দোকানদার ও ব্যবসায়ীদের মধ্যে। জানা গিয়েছে প্রস্তাবিত চারটি মল গড়ে উঠতে চলেছে উখড়া সংলগ্ন খাঁন্দরা পঞ্চায়েতের বিশ্বেশ্বরী ও ব্লক স্বাস্থ্য কেন্দ্রের বিপরীতে দুটি ও উখড়ার শংকরপুর ৪ নং ও মাধাইগঞ্জ রোডে। স্বাস্থ্যকেন্দ্রের বিপরীতে প্রস্তাবিত মলটির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। অন্য তিনটি মলের কাজ শীঘ্রই শুরু হবে বলে প্রশাসনিক সূত্রে খবর। মল গুলি চালু হলে স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা ব্যবসায়ীদের সংগঠন উখরা চেম্বার অফ কমার্স কর্তৃপক্ষের। সংগঠনের পক্ষে সীতারাম বর্ণওয়াল জানান উখড়া গ্রাম পঞ্চায়েত এলাকা, পঞ্চায়েত এলাকাতে বহুজাতিক কোম্পানিগুলোকে ব্যবসা করার অনুমতি দেওয়া উচিত। এটা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের স্বার্থের পরিপন্থী। তিনি জানান মলের অনুমতি বাতিলের দাবিতে আলোচনা হয়েছে ইতিমধ্যে। অনুমতি বাতিল করার আর্জি নিয়ে আগেই প্রশাসনের সর্বস্তরে আবেদন জানানো হয়েছে। ব্যবসায়ী কুন্তল দাস বলেন বাজারে ক্রেতার সংখ্যা কমেছে, বেড়েছে দোকান, ফলে ব্যবসায় মন্দা চলছে। বহুজাতিক সংস্থাগুলি বড় স্টোর শপিংমল খুললে ছোট দোকানদাররা কোথায় যাবে? আজ সোমবার চেম্বার অব কমার্সের ডাকে ব্যবসায়ীরা পথে নামে। বাজারের সমস্ত দোকান বন্ধ রেখে ব্যবসায়ীদের পক্ষ থেকে এলাকায় মৌন মিছিল করা হয়। মুখে কালো কালো কাপড় বেঁধে মৌন মিছিলে শামিল হন এলাকার ব্যবসায়ীরা। মিছিল শেষে সংগঠনের পক্ষ থেকে সীতারাম বার্নওয়াল জানান, এটা ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষার লড়াই। মলের অনুমতি বাতিলের দাবিতে ব্যবসায়ীরা একজোট হয়ে পথে নেমেছে। মলের অনুমতি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তিনি।