লকগেট মেরামতের জন্য আগামীকাল(সোমবার) দুর্গাপুর ব্যারেজে যান চলাচলে নিষেধাজ্ঞা
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১লা নভেম্বরঃ
দুর্গাপুর ব্যারেজের ৩১নং লকগেটের মেরামতের জন্য যে বালির বস্তা ফেলে রাস্তা তৈরীর কাজ শুরু হয়েছিল তা চলছে এখনও। আগামীকাল অর্থাৎ সোমবার সকালের মধ্যে এই বালির বস্তা ফেলে লকগেট পর্যন্ত্য পৌঁছোনোর রাস্তা তৈরী হয়ে যাবে এমনটাই আশা করছেন সেচ দফতরের আধিকারিকরা। এরপরেই শুরু হবে লকগেট মেরামতির কাজ। আর এই মেরামতের জন্য আগামীকাল সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ পর্যন্ত্য ব্যারেজের সমস্ত রকম যান চলাচল বন্ধ থাকবে বলে নির্দেশ জারি করা হল বাঁকুড়া জেলাশাসকের পক্ষ থেকে। শুধুমাত্র যান চলাচলই নয়, পথচারীদের ক্ষেত্রেও এই নিয়ম বলবৎ থাকবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।