আগামীকাল দুর্গাপুর ব্যারেজের উপর যান চলাচলে নিষেধাজ্ঞা
পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৩ফেব্রুয়ারীঃ
গত তিন বছরে দুবার দুর্গাপুর ব্যারেজের লকগেট ভেঙ্গে বড় বিপর্যয় তৈরি হয়েছিল শহর দুর্গাপুরে। চরম জল সংকটের মধ্যে দিয়ে যেতে হয়েছিল শহরবাসীকে। এই বিপর্যয়ের পর জোরদার সমালোচনার মুখে পড়তেও হয়েছিল সেচ দপ্তরকে। প্রথম বারে সেভাবে না হলেও দ্বিতীয়বারের ঘটনার পর এবার নড়েচড়ে বসে সেচদপ্তর। তাই শুরু হয়েছে লকগেট মেরামত সহ ব্যারেজের উপরের সেতু রক্ষনাবেক্ষনের কাজ।
সেই মতো গত পয়লা ফেব্রুয়ারি থেকে দামোদরের উপর দুর্গাপুর ব্যারেজের সেতুর স্বাস্থ্য পরীক্ষার জন্য সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত গাড়ি নিয়ন্ত্রণ করা হচ্ছে। ১৩ ফেব্রুয়ারি রাত বারোটা থেকে ১৪ ফেব্রুয়ারি রাত্রি বারোটা পর্যন্ত সম্পূর্ণ ভাবে বন্ধ থাকবে ব্যারেজের রাস্তা।
প্রসঙ্গতঃ ব্যারেজের সেতু সিমেন্ট দিয়ে তৈরী। সেই সিমেন্টের ঢালাই এর বয়স হল ছেষট্টি বছর। ব্যারেজ তৈরির পর নিয়ম অনুযায়ী ষাট বছর পর এই সেতুর স্বাস্থ্য পরীক্ষা করার প্রয়োজন ছিল। কিন্তু সেই কাজ ছেষট্টি বছর পর হল। এর আগে দুবার ব্যারেজের লকগেট ভেঙে বিপত্তি দেখা দিয়েছিল দুর্গাপুর শহর সহ অন্যান্য জেলায়। কিন্তু সেতুর ঢালাই এর কোনও রকম সমস্যা দেখা গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই রবিবার ১৪ ফেব্রুয়ারি সারাদিন যান চলাচল সম্পুর্ণ বন্ধ রেখে সেতুর উপর ওজন চাপিয়ে পরীক্ষা করা হবে। এখন এই সেতুর উপর দিয়ে প্রতিদিন গড়ে সাত থেকে সাড়ে সাত হাজার ভারি গাড়ি যাতায়াত করে। ১৯৫২ সালে শুরু হয়েছিল দামোদরের উপর সেতু নির্মাণের কাজ। ১৯৫৫ সালে শুরু হয় এই ব্যারেজের উপর যান চলাচল।
বর্তমানে তাই ব্যারেজের সেতু সেচ দপ্তর জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে এই রাস্তা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। সেচ দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঞ্জয় সিং জানান, সমস্যা কিছুটা হলেও বন্ধ করতে হবে সেতুর স্বাস্থ্য পরীক্ষার জন্য। পুলিশ প্রশাসন দেখছে যাতে কোনো অসুবিধা না হয়।