খনি এলাকায় মাদক পাচারে এসে গ্রেফতার ভিন জেলার ২ পাচারকারী
আমার কথা, পান্ডবেশ্বর, ৯ ডিসেম্বর:
২৫ কেজি গাঁজা সহ গ্রেপ্তার দুই পাচারকারী। ধৃতরা মুর্শিদাবাদের বাসিন্দা। রবিবার রাতে পাণ্ডবেশ্বর রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে তাদের ধরা হয়। সোমবার তাদের পেশ করা হয় আসানসোল আদালতে।
রবিবার রাতে পাণ্ডবেশ্বর রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে তল্লাশি সময় তাদের কাছ থেকে উদ্ধার হয় ২৫ কেজি গাঁজা। এরপর গাঁজা পাচারের অভিযোগে তাদের গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম ওয়াশিজুল হক ও ইনজামাউল হক। দুজনেই মুর্শিদাবাদ জেলার বাসিন্দা। গাঁজা পাচারের কেসে পুলিশ সোমবার ধৃত দুজনকে পেশ করে আসানসোল আদালতে। পাচার চক্রে আর কেউ জড়িত আছে কিনা তা জানার জন্য ধৃতদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, সেই কারণে তাদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর। অন্য একটা সূত্রে জানা যায় ধৃত দুই পাচারকারী রবিবার সন্ধ্যাবেলায় দুর্গাপুর রেলস্টেশন সংলগ্ন বাস স্ট্যান্ডে ঘোরাফেরা করছিল। স্থানীয় কোকওভেন থানার পুলিশের নজরে পড়লে গাঁজা ভর্তি ব্যাগ ফেলে তারা বাসে চড়ে এলাকা থেকে চম্পট দেয় । কোকওভেন থানার পুলিশ পাচারকারীদের ধরতে এই বার্তা আশেপাশের থানার পুলিশকে জানাই। এরপরই পাণ্ডবেশ্বর থানার পুলিশ নাগালে পেয়ে তাদের গ্রেফতার করে। তবে এবারই প্রথম নয় পাণ্ডবেশ্বর, অন্ডাল, দুর্গাপুর ফরিদপুর সহ পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন থানা এলাকায় এর আগেও উদ্ধার হয়েছে গাঁজা ও ব্রাউন সুগার। পাচারের অভিযোগে গ্রেপ্তারও হয়েছে একাধিক জন। পুলিশ সক্রিয় থাকার কারণে বারবার মাদকদ্রব্য উদ্ধার হচ্ছে, গ্রেপ্তারও হচ্ছে বলে জানান আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এক আধিকারিক। ওয়াকিবহাল মহলের মতে পাচারকারীরা এই এলাকাটিকে করিডোর হিসাবে ব্যবহার করছে। তাই বারবার এমন ঘটনা সামনে আসছে।