“দুর্গাপুরে গাছ কাটা হয়েছে ‘বে-আইনি’ভাবে জমি বিক্রির উদ্দেশ্যে”- অভিযোগকে শিলমোহর বনদপ্তরের
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৩ নভেম্বরঃ
দিন কয়েক ধরে দুর্গাপুরের আমরাইয়ের ঘটনায় সরগরম শিল্পাঞ্চল। গাছ কেটে বে-আইনিভাবে দুর্গাপুর ইস্পাত কারখানার জমি প্লট করে বিক্রি করে দেওয়াকে কেন্দ্র করে এলাকাবাসীরা সোচ্চার হয়েছেন। তাদের আনা এই অভিযোগ যে সম্পূর্ণ সত্যি তা এক বাক্যে এবার স্বীকার করে নিলেন বনপ্তরের আধিকারিকরা।
দুর্গাপুরের আমরাই গ্রামে রাতের অন্ধকারে চুরি হয়ে যাচ্ছে গাছ আর সেই জায়গা প্লট করে বিক্রি করে দিচ্ছে অসাধু কিছু ব্যবসায়ী, এরকমই অভিযোগ আনেন ওই গ্রামের বাসিন্দারা। এ নিয়ে প্রতিবাদ করতে গিয়ে তাদের হুমকির মুখেও পড়তে হয়েছে বলে অভিযোগ। সাথে তাদের এও অভিযোগ যে বিষয়টি জানার পরেও প্রশাসনের তরফে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এরপর তাঁরা বনদপ্তরকে বিষয়টি জানান। যে জায়গার ঘটনা এটি সেই জায়গাটি উখরা রেঞ্জে অন্তর্ভুক্ত। অভিযোগ পাওয়ার পর গতকাল অর্থাৎ সোমবার বনদপ্তরের আধিকারিকরা এসে জায়গাটি দেখে যান। শুধু তাই নয় তাঁরা দেখেন পাঁচখানা গাছ কেটে তাতে আবার আলকাতরা লাগিয়ে দেওয়া হয়েছে যা মূলতঃ জমি বিক্রির উদ্দেশ্যেই করা হয়েছে বলে জানান সেঞ্জ আধিকারিক সুদীপ ব্যানার্জী।
উল্লেখ্য গত দুদিন ধরেই অবৈধ ভাবে গাছ কাটা এবং ডিএসপির জমি বিক্রি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগে সরব হয়েছে এলাকাবাসী , চলছে রাজনৈতিক চাপানউতোর। এদিন বনদপ্তর কার্যত সেই অভিযোগেই শিলমোহর দিল।