সাপের কামড়ে ছাত্রের মৃত্যুতেও হুঁশ ফেরেনি স্কুল কর্তৃপক্ষের, দ্বারস্থ মহকুমা শাসকের
আমার কথা, দুর্গাপুর, ১৯ ডিসেম্বর:
সাপের কামড়ে সপ্তম শ্রেণীর আদিবাসী ছাত্রের মৃত্যু ঘিরে সম্প্রতি খবরের শিরোনামে উঠে এসেছিল দুর্গাপুরের ফুলঝোড় সংলগ্ন পন্ডিত রঘুনাথ মুর্মু আদিবাসী বিদ্যালয়। স্কুল চত্বরে জঞ্জাল পরিষ্কার না হওয়ার দরুন সাপের উপদ্রব বেড়েছে এলাকায় বলে অভিযোগ এবং তার ফলেই প্রাণহানির ঘটনা ঘটেছিল। এবার সেই বিষয় নিয়ে দুর্গাপুরের মহকুমা শাসকের দ্বারস্থ হলেন আদিবাসী সংগঠন এর সদস্যরা। অবিলম্বে স্কুল চত্বর নিয়মিত পরিষ্কার রাখার সুবন্দোবস্ত করুক প্রশাসন সেই দাবি নিয়ে মঙ্গলবার মহকুমা শাসকের কাছে আবেদন জানান তারা।
প্রসঙ্গত চলতি মাসের ১ ডিসেম্বর ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র আসানসোলের বাসিন্দা সিদ্ধান্ত মারান্ডি বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়ে ফিরছিল বিদ্যালয়ের পাশেই আবাসনের দিকে। সেই সময় তাকে সাপে কামড়ায়। তাকে তড়িঘড়ি দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীকালে বর্ধমান জেলা হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়। গত ৬ ডিসেম্বর তার মৃত্যু হয়। অভিভাবকদের অভিযোগ বিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতির জন্য এই ঘটনা। বিদ্যালয় চত্ত্বর ও তার সংলগ্ন বিদ্যালয়ের আবাসন যেগুলিতে ছাত্ররা বসবাস করে, সেই এলাকাগুলি যথেষ্টই জঞ্জাল যুক্ত। আগাছায় পরিপূর্ণ। নিয়মিত পরিষ্কার না করায় সাপের উপদ্রব বেড়েছে ওই এলাকায়। বিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগের সত্যতা স্বীকার করে নিয়ে জানান তাদের নির্দিষ্ট কোন লোক নেই জঞ্জাল পরিষ্কার করার। এমনকি এত ছাত্র যে হোস্টেলে বসবাস করেন সেই হোস্টেল চত্বর পরিষ্কার করারও নির্দিষ্ট কোন লোক নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তথা সরকারি সংশ্লিষ্ট দপ্তর গুলিতে বারবার অনুরোধ করা সত্ত্বেও কোন সূরাহা হয়নি।