লকডাউনে বাড়ি ফেরার পথে মৃত পরিযায়ী শ্রমিকদের শ্রদ্ধাজ্ঞাপন
আমার কথা, পশ্চিম বর্ধমান, ১জুনঃ
করোনা মোকাবিলায় গত ২৩মার্চ থেকে রাজ্যে ও ২৫মার্চ থেকে সারা দেশ জুড়ে শুরু হয়েহিল লকডাউন। আচমকা ঘোষিত সেই লকডাউনের কারনে বন্ধ হয়ে যায় যান চলাচল। ফলে দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়েন বহু শ্রমিক যারা নিজেদের রাজ্য ছেড়ে ভিন রাজ্য কিংবা ভিন জেলায় রোজগারের জন্যে গেছিলেন। অনির্দিশট কালের জন্য ঘোষিত সেই লকডাউনের জেরে কবে তাঁরা নিজের অরিবারের কাছে ফিরতে পারবেন জানা ছিল না। কিন্তু নিজের পরিবার পরিজনের কাছে ফেরার তাগিদে অনেকেই পায়ে হেঁটে লম্বা রাস্তা পাড়ি দেন। আর সেই দীর্ঘ পথ অতিক্রম করতে গিয়ে পথেই অনেকের মৃত্যু ঘটে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাড়ি ফেরার পথে মৃত সেই সকল পরিযায়ী শ্রমিকদের শ্রদ্ধা জানাতে সোমবার দিনটি রাষ্ট্রীয় শোক দিবস হিসাবে পালন করল বামপন্থী সংগঠন পশ্চিম বর্ধমান মহিলা সমিতি। খাঁদরা জামবাদ কাজোড়াতে তারা এদিন কর্মসূচি পালন করে ।
সংগঠনের নেত্রী মঞ্জু বোস জানান “লক ডাউনের কারণে দেশের বিভিন্ন প্রান্তে পরিযায়ী শ্রমিকরা আটকে ছিল। কেন্দ্র ও রাজ্য সরকার তাদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করেনি। তাই তারা নিজেদের উদ্যোগে বাড়ি ফিরতে বাধ্য হন। ফেরার পথে অনেক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়। মৃত পরিবারগুলির একজনকে সরকারি চাকরি ও উপযুক্ত ক্ষতিপূরণ জোর দাবি জানাচ্ছি। সেই সাথে ত্রান তহবিলের টাকার সঠিক ব্যবহার ও রেশন দুর্নীতিতে যুক্ত ব্যক্তিদের শাস্তিরও দাবি জানান তারা।”