অনুষ্ঠানের মাঝে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
আমার কথা, লাউদোহা, ১১ সেপ্টেম্বর:
বিজেপির এক কর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসক দলের। পাল্টা তৃণমূলের দাবি তাদের এক কর্মীকে মারধর করেছে বিজেপি। দু’ দলের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে থানাতে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মঙ্গলবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের গৌড়বাজার গ্রাম পঞ্চায়েতের শ্রীকৃষ্ণপুর গ্রামে মঙ্গলবার বিজেপি দলের পক্ষ থেকে ত্রিপল বিতরণ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের পুস্তক বিতরণ অনুষ্ঠান ছিল। অভিযোগ সেই অনুষ্ঠান চলাকালীন বিকাশ লাহা নামে এক বিজেপি কর্মীর উপর আক্রমণের ঘটনা ঘটে ল। লাঠি রড দিয়ে তাকে মারধর করা হয়। হামলাকারীরা সবাই তৃণমূল কর্মী বলে অভিযোগ করেন বিকাশ বাবুর স্ত্রী তথা গৌরবাজার পঞ্চায়েতের বিজেপি সদস্যা জিতা লাহা। আহত বিকাশ বাবুকে প্রথমে স্থানীয় ব্লক স্বাস্থ্য কেন্দ্র ও পরে দুর্গাপুর মহাকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় ল। মারধোর হামলার অভিযোগে স্থানীয় পাঁচজন তৃণমূল কর্মীর বিরুদ্ধে লাউদোহা থানাতে লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানান জিতা দেবী।
অন্যদিকে হামলার সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। শাসক দলের পক্ষ থেকে বুধবার দলের ব্লক সভাপতি শতদ্বীপ ঘটক ও স্থানীয় অঞ্চল সভাপতি উৎপল দত্ত জানান বিজেপির পক্ষ থেকে হামলার যে অভিযোগ করা হচ্ছে তার সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। পাল্টা তারা বলেন গতকাল শ্রীকৃষ্ণপুর গ্রামে রাস্তার উপর বিজেপির কর্মীরা বেআইনিভাবে অনুষ্ঠান করছিল ল। সেই সময় আমাদের দলের কর্মী কাঞ্চন রাউত মাঠ থেকে গরু নিয়ে ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। কাঞ্চনকে ওই রাস্তা দিয়ে যেতে বাধা দেয় বিজেপি কর্মীরা। কাঞ্চন তার প্রতিবাদ করলে বিজেপির লোকজনেরা কাঞ্চনের উপর হামলা চালায়। চিকিৎসার জন্য বর্তমানে তিনি দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে। আহত তৃণমূল কর্মী কাঞ্চন রাউতের ভাই সঞ্জয় রাউত বিজেপি কর্মী বিকাশ লাহাসহ আরো কয়েকজনের নামে থানায় অভিযোগ দায়ের করেন।
বুধবার দুর্গাপুর ফরিদপুর থানার এক আধিকারিক জানান দুই দলের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।ঘটনাটি ঘিরে এলাকায় রয়েছে চাপা উত্তেজনা ।