কাঁকসায় সিপিএমের দেওয়াল লিখন মোছার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
আমার কথা, কাঁকসা, ১৫ জুন:
কাঁকসার সিংপাড়ায় সিপিআইএম এর দেয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় কাঁকসার সিংপাড়ায়।
সিপিআইএমের কর্মীরা জানিয়েছেন তারা তাদের প্রার্থীর নামে এলাকায় বেশ কয়েকটি দেওয়াল লিখন করেছিলেন। তার মধ্যে একটি দেওয়াল লিখনের উপর কাদা লাগিয়ে দেওয়ার অভিযোগ। তাদের অভিযোগ তারা গতকাল যখন দেওয়াল লিখন করছিলেন তখন তারা তাদের দেওয়াল মুছে দেওয়া হবে এই সন্দেহ করছিলেন, এবং তাদের সেই সন্দেহ সত্যি হয়েছে। দোষীদের শাস্তির দাবিতে তারা প্রশাসনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। কাঁকসা ব্লকের তৃণমূলের সহ-সভাপতি হিরন্ময় ব্যানার্জি জানিয়েছেন প্রচারের আলোয় আসার জন্য সিপিআইএম দল নিজেরাই এই কাজ করেছে। শাসক দলের কেউ এই ধরনের কাজের সাথে যুক্ত নেই বলে তার দাবি।