করোনার ভয়ানক পরিস্থিতিতে মাস্কবিহীন প্রচারে দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থী
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৮এপ্রিলঃ
রাজ্যে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।
করোনা আবহের মধ্যেই চলছে প্রার্থীদের নির্বাচনী প্রচার। শুক্রবার করোনার জন্য কমিশনের তরফে নির্বাচনী প্রচারের সময়সীমা বেঁধে দেওয়ার ফলে যেটুকু সময় পাচ্ছেন সেইটুকু সময় নষ্ট করতে চাইছেন না কোনো দলের প্রার্থীরা।
যেখানে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দিনের পর দিন বেড়ে চলার কারণে চিন্তিত রাজ্যের মুখ্যমন্ত্রী। বার বার সতর্ক থাকার কথা বললেও খোদ তৃণমূলের প্রার্থী মুখে মাস্ক ছাড়াই রবিবার দুর্গাপুরের কাঁকসার বামুনাড়া সহ বিভিন্ন এলাকায় প্রচার করে বেড়ালেন বলে অভিযোগ।
রবিবার শতাধিক তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে হুড খোলা গাড়িতে করে দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার নির্বাচনী প্রচার সাড়েন।
এদিন প্রচারে দলের কর্মী সমর্থকরা মুখে মাস্ক পড়লেও মুখে মাস্ক না পরেই এদিন নির্বাচনী প্রচার সাড়েন প্রদীপ মজুমদার।
কর্মী সমর্থকরা সচেতন হলেও তৃণমূলের প্রার্থীর মুখে মাস্ক না পরে নির্বাচনী প্রচারকে ঘিরে ইতি মধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে।