তৃণমূল প্রার্থীকে নিয়ে কটাক্ষ, শত্রুঘ্নকে নিয়ে কি বললেন জিতেন্দ্র
আমার কথা, লাউদোহা, ৬ এপ্রিল:
দলের প্রতিষ্ঠা দিবস পালন ও দলীয় নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে যোগদান বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির। অনুষ্ঠানটি হয় দুর্গাপুর ফরিদপুর ব্লকের সরপি কোলিয়ারি এলাকায়। আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থীর নাম এখনও ঘোষণা না হওয়া প্রসঙ্গে সাংবাদিকদের একাংশের প্রশ্নের উত্তরে জিতেন বাবু বলেন আমাদের (বিজেপি) প্রার্থী নেই, কিন্তু আমরা মানুষের পাশে রয়েছি। শীত, গ্রীষ্ম, বর্ষা বিজেপিই মানুষের ভরসা। উল্টোদিকে সবার আগে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। কিন্তু তৃণমূল প্রার্থীকে এলাকায় দেখা যাচ্ছে না। উনি কোথায় আছেন কেন প্রচারে বের হচ্ছেন না কেউ জানে না বলে কটাক্ষ করেন জিতেন বাবু। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় সভা থেকে অভিযোগ করেছিলেন মিথ্যা মামলা সাজাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর আধিকারিকের সাথে বৈঠক করেছেন জিতেন্দ্র তেওয়ারি। মুখ্যমন্ত্রীর অভিযোগ প্রসঙ্গে জিতেন বাবু বলেন মমতা ব্যানার্জি সবাইকে সন্দেহ করেন। সন্দেহ করেন নিজের মন্ত্রিসভার মন্ত্রী, এমনকি নিজের দলের নেতাদেরও।