পান্ডবেশ্বরকে মডেল বিধানসভা করার আশ্বাস তৃণমূল প্রার্থী নরেন চক্রবর্তীর
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ৭মার্চঃ
ভোটে জিতল পাণ্ডবেশ্বরে উন্নয়নের জোয়ার আনবো, বানাবো মডেল বিধানসভা”- প্রার্থীর সমর্থনে আয়োজিত মহামিছিলে একথা জানান তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। রবিবার বিকেলে প্রার্থীর সমর্থনে তৃণমূলের মহা মিছিলটি শুরু হয় পাণ্ডবেশ্বরের পুরাতন বিডিও অফিস মোড় থেকে শেষ হয় রেল স্টেশনে।
ঘাসফুল প্রাথী নরেন্দ্রনাথ চক্রবর্তী ছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন লাউদোহার দলের ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায় গোপীনাথ নাগ সহ কয়েক হাজার কর্মী ও সমর্থক। মিছিলে হুড খোলা গাড়িতে ছিলেন নরেন বাবু। মিছিল রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার দু’পাশে দাঁড়িয়ে ছিলেন প্রচুর মানুষ জন, সেইসব মানুষজনকে হাত নেড়ে অভিবাদন জানান নরেন বাবু। মিছিল শেষে তিনি বলেন “আজকের জনজোয়ার দেখে আমি অভিভূত। জয়ের ব্যাপারে ১০০% নিশ্চিত। বিধায়ক হিসাবে আমার প্রার্থমিক কাজ হবে পাণ্ডবেশ্বর এলাকার সার্বিক উন্নয়ন।” পাণ্ডবেশ্বর কে রাজ্যের মধ্যে মডেল বিধানসভা তৈরি করার আশ্বাস দেন তিনি।