সস্ত্রীক ভোট দিলেন পান্ডবেশ্বর কেন্দ্রের তৃণমূল প্রার্থী
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ২৬এপ্রিলঃ
সকাল সকাল নিজের ভোট দিলেন পান্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী । সকাল সাতটায় বাড়িতে পুজো করে স্ত্রীকে নিয়ে বাঁকোলা রেল গেট সংলগ্ন দলের ব্লক অফিসে এসে বেশ কিছুক্ষন দলীয় কর্মী সমর্থকদের সাথে কথা বলেন নরেন বাবু । ৭টা ৩০ নাগাদ বালুডাঙ্গায় ২৭৫/৮৭ নম্বর বুথে সস্ত্রীক ভোট দেন । বুথের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নরেন্দ্রনাথ বাবু বলেন এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে তবে বুথের ভিতর আলো কম থাকার অভিযোগ করেন তিনি । ভোটে নিজের জয় সম্পর্কে একশ শতাংশই আশাবাদী বলে জানান নরেন বাবু ।