ভোটে জিতলে মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্বের আশ্বাস তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদারের
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ২৩মার্চঃ
গত ১০ দিন আগে কাঁকসার রাজবাঁধের বাসিন্দা তথা মতুয়া সম্প্রদায়ের নেতা স্বপন মন্ডল ওরফে স্বপন গোঁসাই ঠাকুর বাড়ির সদস্যদের বিরুধ্যে একরাশ ক্ষোভ উগরে মতুয়া সম্প্রদায়ের মানুষদের নিয়ে দল গঠন করে নির্বাচনে লড়াই করার ঘোষণা করেছিলেন।সেই খবর জানার পর দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী প্রদীপ মজুমদার মতুয়া সম্প্রদায়ের মানুষদের সাথে বৈঠক করে তাঁদের ক্ষোভের কথা শুনে মতুয়া সম্প্রদায়ের নিঃস্বর্ত নাগরিকত্ব ও পাট্টার দাবি নিয়ে আগামী বিধানসভা নির্বাচনের পর ভোটে জিতলে তাঁদের পাশে থাকার আশ্বাস দিলে। ক্ষোভ মিটিয়ে তৃণমূলকেই মতুয়া সম্প্রদায়ের মানুষ ভোট দেবে সেই কথা স্পষ্ট জানিয়ে দেন মতুয়া সম্প্রদায়ের মানুষ।