হাসপাতালে ভর্তি জখম জামুড়িয়ার ওসিকে দেখে গেলেন তৃণমূলের জেলা পর্যবেক্ষক কর্ণেল দীপ্তাংশু চৌধুরী
আমার কথা, পশ্চিম বর্ধমান, ১৮এপ্রিলঃ
কোয়ারেন্টাইন সেন্টারের প্রতিবাদে চুরুলিয়া গ্রামের বাসিন্দাদের সাথে পুলিশের খন্ডযুদ্ধে জখম জামুড়িয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত ঘোষকে হাসপাতালে দেখে গেলেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক কর্ণেল দীপ্তাংশু চৌধুরী। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে আজ তিনি রানীগঞ্জের যে বেসরকারী হাসপাতালে সুব্রতবাবু ভর্তি আছেন সেই হাসপাতালে তাঁর সাথে দেখা করে তাঁর শারীরিক অবস্থার খবর নিয়ে যান। সাথে ছিলেন জেলা সভাপতি তথা আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারী। দিন দুয়েক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নিজে ফোনে সুব্রতবাবুর সাথে কথা বলে তাঁর শরীরের খবর নেন।
প্রসঙ্গতঃ গত মঙ্গলবার জামুড়িয়া থানার অন্তর্গত চুরুলিয়া গ্রামে কোয়ারেন্টাইন সেন্টার করা নিয়ে গ্রামবাসীদের প্রতিবাদের মুখে পড়ে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল এলাকা। সেই রণক্ষেত্রে ইটবৃষতি ও বোমাবাজির মাঝে পড়ে গুরুতর জখম জন ওই থানারই ওসি সুব্রত ঘোষ। সাথে আহত হয়েছিলেন আরো ১০-১২জন পুলিসকর্মী ও আধিকারিক।