আসানসোলে পুরবোর্ড গঠনের ম্যাজিক ফিগার ইতিমধ্যেই পার করে ফেলল তৃণমূল
আমার কথা, পশ্চিম বর্ধমাব(আসানসোল), ১৪ ফেব্রুয়ারীঃ
আসানসোল পুরো ভোটের ফলাফলে দুপুর ১ টা পর্যন্ত্য ৮৯ টি আসনে জয়ী হয়েছে তৃনমুল কংগ্রেস । বাকি ৭ টিতে বিজেপি, কংগ্রেস ৩ টি,বাম ২ টি, ও নির্দল ৩ টি আসনে জয়লাভ করেছে। পুরনিগমের বোড গঠনের জন্য ম্যাজিক ফিগার ইতি মধ্যেই পার করে ফেলেছে তৃনমুল কংগ্রেস। পুরসভা জুড়ে বইতে শুরু করেছে সবুজ হাওয়া ।তার মধ্যেও বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির স্ত্রী চৈতালি তেওয়ারি ২৭ নম্বর ওয়ার্ড থেকে, অমিত তুলসীয়ান ১৮ নম্বর ওয়ার্ড থেকে জয়লাভ করেন। এদিকে পুরসভার ৯০ নম্বর ওয়ার্ডে দীর্ঘ ৪৪ বছর বামেদের দখল থেকে ছিনিয়ে নিল তৃনমুল কংগ্রেস । ২ টি ভোটে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ।
অপরদিকে আসানসোল পুরসভার তৃনমুল প্রার্থী অভিজিত্ ঘটক,, অমরনাথ চেট্টাপাধ্যায়, ববিতা দাস, অশোক রুদ্র, জয়লাভ করেছেন। আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপির বাবুল সুপ্রিয় জয়লাভ করে ছিলেন।বর্তমানে বাবুল তৃনমূলে যোগদান করেছেন।আসনটি ফাঁকা রয়েছে ।লোকসভা ভোটে গেরুয়া শিবির জয়লাভ করলেও আসানসোল পুরো ভোটে সবুজ ঝড় বইতে দেখা গেল।